• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বইমেলায় নাট্যকার পলাশের ৭ বই

নাট্যকার পলাশ

ছবি : বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

বইমেলায় নাট্যকার পলাশের ৭ বই

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে গ্রন্থমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুবের ৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে ৫টি বই। আর কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ২টি নতুন বই। প্রকাশিত বইগুলোর মধ্যে কিশোর উপন্যাস তিনটি, ছোটদের গল্পের বই দুটি এবং কিশোর ছড়া-কবিতার বই একটি।

উপন্যাস ‘কম বয়সী সন্ধ্যা’ প্রকাশ করেছে কথা প্রকাশ। এ ছাড়া কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘লালুর লাল জামা’।

অন্যদিকে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত বইগুলো হচ্ছে পলাশ মাহবুবের জনপ্রিয় কিশোর সিরিজ ‘দলজিকলাবু’র তৃতীয় উপন্যাস- ‘বাবুদের বাজিমাত’, হাস্যরসাত্মক মজার কিশোর উপন্যাস ‘টমোজ’, ছোটদের গল্পের বই ‘তালি’, ছোটদের মজার গল্পের বই ‘জরির কাছে পরির চিঠি’ এবং কিশোর ছড়া-কবিতার বই ‘বৃষ্টিরা তিন বোন’।

পলাশ মাহবুব লেখালেখি করছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে। তার প্রথম বই প্রকাশিত হয় ২০০০ সালে। তারপর বিরতিহীনভাবে প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। লেখালেখির জন্য উল্লেখযোগ্য বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এর মধ্যে আছে অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশুসাহিত্য পুরস্কার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads