• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’

বাপ্পা ও সুস্মিতা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

বাপ্পা-সুস্মিতার ‘মেঘের চিঠি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০১৯

প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিসের গাওয়া নতুন গান ‘মেঘের চিঠি’। ‘মেঘের চিঠি পাঠিয়ে দিলাম তোমার ঠিকানায়’- এমন কথায় গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটির মিক্স মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান। গত শুক্রবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে গানটির প্রকাশনা অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, কৌশিক শংকর দাস, তানভীর খান, এলিটা করিম, মিনার, অর্ণব, মাহাদি, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।

‘মেঘের চিঠি’ গানটি প্রকাশিত হয়েছে সুস্মিতা আনিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে আশাবাদী সুস্মিতা আনিস বলেন, আসলে গানটি নিয়ে প্রথমে একরকম ভাবনা ছিল। গানটির ফাইনাল ভার্সনটা শুনে মনে হলো গানটি নিয়ে আরো ভালো কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকে ভিডিও নির্মাণ। বাপ্পা দা গুণী শিল্পী, তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালো। গানটি শুনে শ্রোতারা হতাশ হবেন না এইটুকু বলতে পারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads