• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
গ্রিন বুকের জয়জয়কার

অস্কার হাতে একসঙ্গে (বাঁ থেকে) সেরা অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভিয়া কোলম্যান, পার্শ্ব অভিনেত্রী রেজিনা কিং ও পার্শ্ব অভিনেতা মাহেরশালা আলি

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

৯১তম একাডেমি অ্যাওয়ার্ড

গ্রিন বুকের জয়জয়কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০১৯

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সবাইকে চমকে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পিটার ফ্যারেলি পরিচালিত ‘গ্রিন বুক’। ষাটের দশকে আমেরিকার দক্ষিণে প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন এক কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী। তার গাড়ি চালিয়েছেন এক শ্বেতাঙ্গ ড্রাইভার। এই সত্য গল্প নিয়ে নির্মিত ছবিটি। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী মাহেরশালা আলি ও ‘লর্ড অব দ্য রিংস’ তারকা ভিগো মর্টেনসেন।

অস্কার মঞ্চে ছবিটির নাম ঘোষণা করেন হলিউডের ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস। নেটফ্লিক্সের প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায় স্প্যানিশ ভাষায় নির্মিত আলফনসো কুয়ারনের ‘রোমা’। এটি জিতে গেলে তৈরি হতো নতুন ইতিহাস। কারণ, একাডেমি অ্যাওয়ার্ডসে ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি সেরা চলচ্চিত্র হয়নি। ‘রোমা’র আগে মাত্র ৯টি ছবি অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু পুরস্কার জেতেনি। ‘রোমা’ সেই ইতিহাস বদলাতে পারেনি।

এই বিভাগে প্রথম সুপারহিরো ছবি হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ে ‘ব্ল্যাক প্যান্থার’। অস্কারে বড় ধরনের আপসেট ঘটিয়ে দেওয়ার আভাস দিয়েছিল এটি। কিন্তু সব ধারণা মিথ্যে হলো। ৯১তম অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্য ছবিগুলো হলো ‘বোহেমিয়ান র্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ভাইস’। তবে ‘গ্রিন বুক’ সেরা ছবি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। মার্কিন পরিচালক স্পাইক লি ও অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন তাদের মতোই হতাশা ব্যক্ত করেছেন।

সেরা ছবির নাম ঘোষণা করছিলেন জুলিয়া রবার্টস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হয়েছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

এবারের অস্কারে ছিল না কোনো উপস্থাপক। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতিবছরের মতো এবারো সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

 

সেরা পরিচালক

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা পরিচালকের সম্মান জিতলেন মেক্সিকোর আলফনসো কুয়ারন। নেটফ্লিক্সের প্রযোজনায় স্প্যানিশ ভাষায় নির্মিত ‘রোমা’র সুবাদে এই পুরস্কার উঠল তার হাতে। এবারের অস্কারে চিত্রগ্রহণ বিভাগেও সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি।

সেরা পরিচালক বিভাগে ‘গ্র্যাভিটি’র পর আলফনসো কুয়ারন দ্বিতীয়বারের মতো অস্কার জয়ের দ্বারপ্রান্তে ছিলেন বলা চলে। গোল্ডেন গ্লোব, বাফটা, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের পুরস্কার জিতে অন্যদের চেয়ে তার এগিয়ে থাকায় এই অনুমান ছিল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইওর্গেস লানতিমোস (দ্য ফেভারিট), স্পাইক লি (ব্ল্যাকক্ল্যান্সম্যান), অ্যাডাম ম্যাককে (ভাইস), পাওয়েল পাওলিকোস্কি (কোল্ড ওয়ার)।

 

সেরা অভিনেতা

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা অভিনেতা হলেন রামি মালেক। ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ছবিতে কুইন ব্যান্ডের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফ্রেডি মার্কারির চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি। এইডসে আক্রান্ত হয়ে ১৯৯১ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। তার জীবন অবলম্বনে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ সঙ্গীতনির্ভর সবচেয়ে সফল বায়োপিক।

রামি মালেকের হাতে অস্কার ট্রফি তুলে দেন গতবারের সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি। এবারের আসরে সেরা অভিনেতা বিভাগে রামি মালেকের জয় একরকম অবধারিত ছিল। এবারই প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ইতোমধ্যে বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)।

 

সেরা অভিনেত্রী

প্রথম মনোনয়ন, প্রথমবারেই বাজিমাত! ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান তাই অস্কার হাতে নিয়ে বললেন, ‘এই জয় কিছুটা হাস্যকর!’ এবারের আসরে সর্বাধিক ১০টি মনোনয়ন পাওয়া ‘দ্য ফেভারিট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সোনালি মূর্তি উঠল তার হাতে। ৪৫ বছর বয়সী এই তারকার জয় অনেকটা চমকই বলা যায়। একাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে অলিভিয়ার হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের সেরা অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড ও সেরা পার্শ্ব অভিনেতা স্যাম রকওয়েল। ‘দ্য ফেভারিট’ ছবিতে অষ্টাদশ শতকের রানি অ্যান চরিত্রে অনবদ্য অভিনয় করে গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ১১তম ব্রিটিশ অভিনেত্রী হিসেবে অস্কার ঘরে নিলেন অলিভিয়া।

সেরা অভিনেত্রী বিভাগে ছিল ব্যাপক সাসপেন্স। ‘দ্য ওয়াইফ’ ছবির জন্য গ্লেন ক্লোজের হাতেই পুরস্কারটি উঠবে বলে ধারণা করা হচ্ছিল। এতে নিবেদিত স্ত্রীর চরিত্রে দারুণ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড জিতেছেন তিনি। এর আগে ছয়বার অস্কার মনোনয়ন পেলেও তাকে ফিরতে হয়েছে খালি হাতে। এবারো তাকে হতাশ হতে হলো।

এবারের আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত অন্যরা হলেন লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?) ও ইয়ালিৎসা অ্যাপারিসিও (রোমা)।

 

অস্কারপ্রাপ্তদের তালিকা

প্রতিবছরের মতো এবারো ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবারের অস্কারের বিজয়ী তালিকা এখানে দেওয়া হলো।

সেরা ছবি : গ্রিন বুক, সেরা অভিনেত্রী : অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), সেরা অভিনেতা : রামি মালেক (বোহেমিয়ান র্যাপসোডি), সেরা পার্শ্ব অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), সেরা পার্শ্ব অভিনেতা : মাহেরশালা আলি (গ্রিন বুক), চলচ্চিত্র পরিচালক : আলফনসো কুয়ারন (রোমা), মৌলিক চিত্রনাট্য : গ্রিন বুক (নিক ভ্যালেলঙ্গা, ব্রায়ান কারি ও পিটার ফ্যারেলি), অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচটেল, ডেভিড র্যাবিনউইৎজ, কেভিন উইলমট ও স্পাইক লি), বিদেশি ভাষার চলচ্চিত্র : রোমা (মেক্সিকো), অ্যানিমেটেড ছবি : স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি : বাও (ডমি শি), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : স্কিন (গাই নেটিভ), প্রামাণ্যচিত্র : ফ্রি সলো (এলিজাবেথ চাই ও জিমি চিন), স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : পিরিয়ড এন্ড অব সেনটেন্স, চিত্রগ্রাহক : আলফনসো কুয়ারন (রোমা), ভিজ্যুয়াল ইফেক্টস : ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রাইস্টান মাইলস ও জেডি শোয়াম ডাবল-ড্যাগার), মৌলিক সুর সংযোজন : ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), মৌলিক গান : শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন), সম্পাদনা : বোহেমিয়ান র্যাপসোডি (জন ওটম্যান), শিল্প নির্দেশনা : ব্ল্যাক প্যান্থার (হানা বিচলার ও জে হার্ট), শব্দ সম্পাদনা : বোহেমিয়ান র্যাপসোডি (জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন), শব্দ মিশ্রণ : বোহেমিয়ান র্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন ও জন ক্যাসালি), পোশাক পরিকল্পনা : ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার), রূপসজ্জা ও চুলসজ্জা : ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিসকো ও প্যাট্রিসিয়া ডিহানি)।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads