• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

চিত্রনায়িকা সিমলা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

দুবাইগামী বিমান বাংলাদেশের ময়ূরপঙ্খীর ফ্লাইট ‘ছিনতাই করতে’ গিয়ে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের ‘সাবেক’ স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে রাজেশ বড়ুয়া বলেন, ‘তদন্তের প্রয়োজনে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, বা যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যাওয়া হবে এবং নিহত পলাশের স্ত্রী ও পরিবারের অন্যদের প্রয়োজনে ডাকা হবে।’

প্রায় চার মাস ধরে সিমলা ভারতের মুম্বাইয়ে মীরা রোডের একটি ভাড়া বাড়িতে থাকছেন। ২০১৮ সালের মে মাসে সিমলা জানিয়েছিলেন, তিনি বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিমলা বলেছেন, ‘দেশের স্বার্থের জন্য আমাকে যদি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে আমি তৈরি আছি, নো প্রবলেম, আমি ক্লিয়ার। এখানে আমার কোনো কিছু ঢাকার নেই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads