• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
‘অপ্রিয় রাত’-এ মেহজাবিন ও ইরফান সাজ্জাদ

মেহজাবিন ও ইরফান সাজ্জাদ

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

‘অপ্রিয় রাত’-এ মেহজাবিন ও ইরফান সাজ্জাদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

ছোটপর্দার এই সময়ের অভিনেতাদের মধ্যে ইরফান সাজ্জাদ অভিনীত নাটক, টেলিফিল্মের প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে। ইরফান সাজ্জাদ এই সময়ে এসে একটু ভিন্ন ধরনের গল্পে নিজেকে তুলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে মাসের পুরোটাজুড়ে শুটিং না করলেও ব্যস্ততা তার বেশ ভালোই থাকে।

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে ইরফান সাজ্জাদ বেশ কয়েকটি ভালো ভালো নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবুল হায়াতের ‘অমৃতাক্ষর’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘হঠাৎ নীরার জন্য’, ‘তুমি আমি আমরা’ এবং আশিকুর রহমানের ‘আর কোনো অপেক্ষা নেই’। এসব নাটকে দু’জনের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। দর্শককে আরো মুগ্ধ করতে এবার সাজ্জাদ ও মেহজাবিন একেবারেই ভিন্ন ধরনের একটি গল্পের নাটকে অভিনয় করেছেন। তরুণ নাট্য নির্মাতা অভ্র মাহমুদের নির্দেশনায় তারা দু’জন ‘অপ্রিয় রাত’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প লিখেছেন মুনতাহা।

এতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এর আগে অভ্র’র নির্দেশনায় বিবাহ প্রস্তাব নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। অপ্রিয় রাত তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মেহজাবিনের সঙ্গে আমার করা প্রতিটি কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও বেশ দারুণ। যে কারণে তার সঙ্গে কাজ করতে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। এই নাটকটির গল্প সত্যিকার অর্থেই অন্যরকম। শেষ দৃশ্যে এসে দর্শক চমক পাবেন। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।’

মেহজাবিন বলেন, ‘অভ্রর নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। অভ্র চেষ্টা করেছেন গুছিয়ে কাজটি করতে। সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এ কাজটি দর্শকের কাছে আশা করছি উপভোগ্য হবে।’

অভ্র মাহমুদ জানান এই মার্চ মাসেই তার নির্মিত ‘অপ্রিয় রাত’ নাটকটি আরটিভিতে প্রচার হবে।

এদিকে গেল ২৬ ফেব্রুয়ারি ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৮’তে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন মেহজাবিন চৌধুরী। গেল ভালোবাসা দিবসে তার অভিনীত বি ইউ শুভ’র ‘ফার্স্ট লাভ’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘ছোট্ট পাখির বাসা’ এবং মাহমুদুর রহমান হিমির ‘আন এক্সপেক্টেড স্টোরি’ বেশ দর্শকপ্রিয়তা পায়। এদিকে গেল ভালোবাসা দিবসে ইরফান সাজ্জাদ অভিনীত ‘রোমিও মাস্ট ডাই’ নাটকটি বেশ আলোচনায় আসে। এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খেয়ালের কার্নিশে’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads