• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
ভোল পাল্টালেন চঞ্চল

চঞ্চল চৌধুরী

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

ভোল পাল্টালেন চঞ্চল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০১৯

একবার মিসির আলি, অন্যবার শরাফত করিম আয়না। এতটাই নান্দনিক অভিনয় যে, একটা সময় চঞ্চল চৌধুরীর নামই হয়ে গিয়েছিল শরাফত করিম আয়না। কারণটা ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের আয়না চরিত্রটি। এরপর একইভাবে চেহারা বদলেছেন ‘দেবী’র মিসির আলির জন্য। দুটি ছবিতেই সফলতার চূড়া অতিক্রম করেছেন চঞ্চল।

এই সাফল্য চঞ্চল অনেকটাই উপভোগ করছেন। এভাবে ভিন্ন ভিন্ন চরিত্রের প্রয়োজনে নিজের ভোল পাল্টাচ্ছেন  চঞ্চল। সেই একই ধারায় চরিত্রের প্রয়োজনে আবারো চেহারা পাল্টে আসছেন এই অভিনেতা। এবার সেটি ঘটছে ওয়েব সিরিজে। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে ছয় পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল।

নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকার পুরনো এক বাড়িতে অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ তিন দিনের জন্য বাড়িটা ভাড়া নেন এবং সাত দিনের অগ্রিম টাকা দিয়ে দেন। বাড়িওয়ালা চলে যাওয়ার পর কাজের বুয়াকে চিনি-দুধ ছাড়া কড়া লিকারের এককাপ চা দিতে বলে আয়নার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি তার মুখের মেকআপ তুলতে শুরু করেন। মেকআপ তোলার পর দেখা যায় তিনি বৃদ্ধ নন। তরুণ এক যুবক। নাম মির্জা এলিয়াদ, পেশায় ব্লগার। কিন্তু অনলাইন দুনিয়া তাকে চেনে বিভিন্ন নামে। অনলাইনের এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজ আর রাষ্ট্রবিরোধী লোকের মুখোশ উন্মোচন করাই তার কাজ।’

ভিন্ন গল্পের এই কাজ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এখন অনলাইনের যুগ। বিশ্বের নামিদামি তারকারা সবাই এখন ওয়েব সিরিজ করছেন। এর আগে ওয়েব সিরিজ নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললেও এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। তাছাড়া এর গল্পটাও এই সময়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads