• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ফিরলেন জাহিদ হাসান

জাহিদ হাসান

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

ফিরলেন জাহিদ হাসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০১৯

গত মাসে নেপাল থেকে শুটিং করে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান, যার ফলে কয়েকদিন তাকে হাসপাতালেও থাকতে হয়। হাসপাতাল থেকে বাসায় ফিরে এক আলাপে এক মাস পর শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন তিনি। অবশেষে শুটিংয়ে ফিরেছেন এ অভিনেতা। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘ডায়াবেটিকস’ নামে ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে দেখা গেছে তাকে।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘বিশ্রাম তো নিচ্ছিই। এখন শরীর শুটিংয়ে যোগদানের মতো উপযুক্ত হয়েছে বলে বোধ করছি। তাই গতকাল থেকে আবার শুটিং শুরু করেছি। নাটকের গল্পটা আমার পছন্দ হয়েছে। নাটকটি ঈদের জন্য নির্মিত। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

এদিকে আর কোনো নাটক পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন এ অভিনেতা। ইউনিটের সহকারীদের পূর্ণাঙ্গ নির্মাতা হিসেবে সুযোগ দিতেই তার এ সিদ্ধান্ত। নিজে পরিচালনা না করে তাদের উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি আবারো একটি নাটক পরিচালনায় তাকে দেখা গেছে।

চলচ্চিত্র পরিচালনা বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘আপাতত যা করছি এটাই মন দিয়ে করে যেতে চাই। সিনেমায় তো অভিনয় করছি। পরিচালনাটা আমি শখের বশে, নিজের তৃপ্তির জন্য করি। নিজেকে চলচ্চিত্রের পরিচালক হিসেবে এখনো ভাবিনি। যখন ইচ্ছেটা হবে হয়তো নেমে পড়ব।’

নাটকের গল্পের মান নিয়ে এই অভিনেতা বলেন, ‘একটা আলোচনা যখন শুরু হয় তখন কিছু না কিছু কারণ কিন্তু থাকে। এটা ঠিক, আশি-নব্বই দশকে যে আমেজে, যে বিনোদন নিয়ে নাটক তৈরি হতো সেটা এখন হচ্ছে না। কিছু ভালো কাজ হচ্ছে। কিন্তু সেগুলোও পরিপূর্ণ কিছু নয়। সেজন্য হুট করেই ভাইরাল হয়ে আবার দর্শকের মন থেকে মুছে যাচ্ছে। কয়েক মাস পর সেই নাটক বা টেলিছবিটির কথা কারো মনে থাকে না। কিন্তু পুরনো দিনের কাজগুলো দর্শক বারবার দেখতে চান। সেগুলোর আবেদন এখনো আছে।’ জাহিদ হাসান মনে করেন, নাটকের গল্পে আরেকটু সময় দেওয়া যেতে পারে।

পরিবার, মানুষের জীবনবোধ, সুন্দর ভাবনা, সর্বজনীন বিনোদনকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন, যাতে সেগুলো দর্শক বার বার দেখে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads