• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আলাউদ্দিন আলী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে গতকাল বাড়ি ফিরেছেন তিনি। এক সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এই তথ্য জানান। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। এছাড়া তখন সুরকার আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দিন মিমি এবং তার শিশুকন্যা আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা পাশে ছিলেন।

গত ২২ জানুয়ারি রাতে তীব্র শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর নিয়ে তিনি ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি হন। তিনি ফুসফুসের ক্যানসারেও ভুগছিলেন। একদিন পর অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। এরপর কয়েক দফায় মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তাকে সমন্বিত সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাকে পর্যায়ক্রমে নিবিড় পরিচর্যা থেকে কেবিনে বিশেষ চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে তিনি সুস্থতার দিকে এগিয়ে যান। তার এই দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে হাসপাতালের পাশাপাশি বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads