• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

সঙ্গীত শিল্পী সুবীর নন্দী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০১৯

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর নেওয়া হবে। আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একুশে পদক জয়ী সুবীর নন্দীকে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হবে।’

প্রসঙ্গত, সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল রাত ১০টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে নেয়া হয়। সিএমএইচে নেয়ার কিছুক্ষণ পরেই তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এরপর থেকেই গুরুতর অসুস্থ এই শিল্পীর খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সিএমএইচে সুবীর নন্দীর স্ত্রী ও মেয়ের সাথে কথা বলেন।
 
গত ১৯ এপ্রিল সুবীর নন্দীর অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে তার সরকারি বাসভবন গণভবনে যান সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও রফিকুল আলম এবং ডা. সামন্ত লাল সেন।

এ সময় প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের চিকিৎসকদের মতামতের জন্য অসুস্থ সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র সেখানে পাঠাতে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে ডা. সামন্ত লাল সেনকে নির্দেশ দেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads