• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

ছবির ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ায় সালমানের মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ মে ২০২১

সদ্য মুক্তি পাওয়া ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি নিয়ে খানিকটা ফ্যাঁসাদেই পড়েছেন সালমান খান। অভিনেতা ও স্বঘোষিত সমালোচক কমল আর খান বা কেআরকে’র বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভাইজান।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও বিদেশের বাজারে মুক্তি পেয়ে ভীষণ সাড়া পেয়েছে ‘রাধে’। কিন্তু গল্প ও নির্মাণ নিয়ে পেয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। এর মাঝে প্রকাশ হলো কমলের রিভিউ।

সে ঘটনায় সালমানের তরফে আইনি নোটিশ পাঠানো হয়েছে কমল আর খানকে। এখন যত তাড়াতাড়ি সম্ভব মামলার শুনানি চান অভিনেতা।

মামলার নোটিশ পেয়ে টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন কমল।

সেখানে জানান, মানহানির মামলাই প্রমাণ করে সালমান কতটা হতাশ ও একই সঙ্গে নৈরাশ্যে ভুগছেন।

কমল বলেন, তিনি অনুগামীদের জন্যে রিভিউ লিখি, এটাই তার কাজ। তাকে রিভিউ লেখা থেকে আটকানোর চেয়ে সালমানের ভালো ছবি তৈরির দিকে মনোযোগ দেওয়া উচিত।

কেআরকে মজা করে বলেন, আদালতে মামলার নাম হবে খান ভার্সেস খান।

তার ভাষ্য, “কোনো প্রযোজক বা অভিনেতা যদি আমাকে তার ছবির রিভিউ করতে বারণ করেন আমি তার মর্যদা দিই। কিন্তু মানহানির মামলা করে সালমান খান প্রমাণ করলেন ‘রাধে’র রিভিউ তার ওপর কতটা প্রভাব ফেলেছে। ভবিষ্যতে তার আর কোনো ছবির রিভিউ আমি করব না।”

বরাবরই মন্তব্যের জন্য বিতর্কিত কমল আর খান। এমনও অভিযোগ করেছেন, কোনো কোনো নির্মাতা টাকা দিয়ে প্রতিপক্ষের ছবি নিয়ে তার রিভিউ চান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads