• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

আনন্দ বিনোদন

হরিয়ানার জনপ্রিয় গায়িকার রহস্যজনক মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২২

রহস্যজনক মৃত্যু হয়েছে ভারতের হরিয়ানার সোনিপতের বিখ্যাত ফোক গায়িকা সরিতা চৌধুরীর। সোমবার (৭ ফেব্রুয়ারি) ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়।

হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, গায়িকার মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন সরিতা চৌধুরী। সোনিপতের সেক্টর ১৫-এর হাউজিং বোর্ড কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে গায়িকার। মেয়ে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন, ছেলেও পড়াশোনা করে।

সরিতার মৃত্যুর খবরে তার পরিবার ও অনুরাগী মহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে গায়িকার। তদন্ত করতে পুলিশ আত্মীয়স্বজন ছাড়াও পরিচিতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যে।

হরিয়ানার রাগনি শিল্পী সরিতা চৌধুরী ছিলেন হরিয়ানার বিখ্যাত লোক গায়িকাদের একজন। তিনি রাগনি এবং স্টেজ শোতে প্রচুর নাম অর্জন করেছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads