• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই

সৈয়দ নুরুল ইসলাম পুলিশ সুপার, ময়মনসিংহ

সংগৃহীত ছবি

ফিচার

মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই

  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

সৈয়দ নুরুল ইসলাম পুলিশ সুপার, ময়মনসিংহ 

পুলিশের কাজ দুষ্টের দমন শিষ্টের পালন। মিডিয়া সেন্টার স্থাপনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে জেলা পুলিশকে বিকশিত করা হয়েছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দীর্ঘ ৬৫ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় এনেছি। জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে অনায়াসেই দীর্ঘ মহাসড়ক মনিটরিং করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে অপরাধ রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করা সম্ভব হচ্ছে। এতে দীর্ঘ ৬৫ কিলোমিটার এলাকায় অপরাধ দমনসহ অনেক মাদক ব্যবসায়ায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। মাদক বিরোধী অভিযানে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে প্রায় ৩২ চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আমি ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর পুলিশকে নতুন আঙ্গিকে নতুন মাত্রায় নতুন উদ্দীপনায় কাজ করতে শিক্ষা দিয়েছি। ময়মনসিংহকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ও কঠিন চ্যলেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। পুলিশ জনগণের বন্ধু। ময়মনসিংহকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads