• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

প্রথম পৃষ্ঠা

এক এএমডি ও তিন ডিএমডির বিদায়

ইসলামী ব্যাংকে এবার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৮

 

ইসলামী ব্যাংকে ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এলো আবার। ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও তিনজন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি)। তবে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান দাবি করেছেন, তারা সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অপসারণ করা হয়নি।

অবশ্য চেয়ারম্যানের বক্তব্যে ভিন্ন কথাও বেরিয়ে এসেছে। তিনি বাংলাদেশের খবরকে বলেছেন, নতুন এমডি নিয়োগ পেয়েছেন। তিনি তার মতো করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সাজাতে চান। তা ছাড়া আমাদের দায়িত্ব গ্রহণের এক বছর হয়ে গেছে। ব্যাংকটিকে আরো এগিয়ে নিতে কিছু পরিবর্তন দরকার ছিল। তাই ওই চার কর্মকর্তাকে রাখা যায়নি।

জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে এএমডি শামসুজ্জামানকে। অপসারণ হওয়া ৩ ডিএমডি হলেন হাবীবুর রহমান, আবদুস সাদেক ভূঁইয়া এবং মোহন মিয়া। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিরুল ইসলামও পদত্যাগ করেছেন।

গত বছরের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন এসেছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই এ পরিবর্তন আসে তখন।

আরাস্তু খান বলেন, ১৩ হাজার কর্মকর্তার পরিবার। এখান থেকে দুই চারজন বিদায় নেওয়া বা পদত্যাগ করা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। আমরা ব্যাংকটিকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে কাজ করছি।

গত বছর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ারকে সরিয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভায়ই চেয়ারম্যান নির্বাচিত হন আরাস্তু খান। ভাইস চেয়ারম্যান আজিজুল হক পদত্যাগ করেন একই সঙ্গে। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞাকে নিয়োগ দেওয়া হয়।

এরপর ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে বছরজুড়ে। বিভিন্ন স্তরের বেশকিছু কর্মকর্তা পদত্যাগ করে যেমন স্বেচ্ছায় চলে গেছেন। আবার বেশকিছু কর্মকর্তাকে অপসারণ করে নতুন পর্ষদ।

আবদুল হামিদ মিঞা গত মাসের ১০ তারিখে অবসরে গেছেন। এরপর নিয়োগ দেওয়া হয় ব্যাংকটির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল আলমকে।

দেশি-বিদেশি যৌথ উদ্যোগে দেশে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু হয়। এতে শুরুতে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৩ শতাংশের বেশি মালিকানা ছিল। তবে গত তিন বছরে তা অর্ধেকে নেমে এসেছে। গত বছরের পরিবর্তনে বড় ব্যাংকটি সার্বিক সূচকে এক বছরে ভালো প্রবৃদ্ধি করেছে বলে সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads