• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

প্রথম পৃষ্ঠা

সতর্ক হওয়ার অনুরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছে  আইন মন্ত্রণালয়। বিচার শাখা-৩-এর উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের হাতে পৌঁছেছে বলে জানা গেছে। গত ২ এপ্রিল এ চিঠি পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের লেখা, মন্তব্য ও পোস্ট করা ছবি বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। যা দৃষ্টিকটুও বটে। অফিস আদেশের (সার্কুলার) উদ্ধৃতি দিয়ে পাঠানো চিঠিতে আরো বলা হয়, ‘সম্প্রতি কর্তৃপক্ষের গোচরীভূত হচ্ছে যে, অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা তাদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য/লেখা ও অমার্জিত ছবি পোস্ট করছেন, যা একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে তাদের পদ, পদবি ও বিচার বিভাগের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিকটু। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’ চিঠিতে বিচার বিভাগের সম্মান ও নিজ পদ-পদবির বিষয়টি বিবেচনায় রেখে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য, ছবি পোস্ট করার জন্য অনুরোধ করা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads