• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

হাসানুল হক ইনু

সংরক্ষিত ছবি

সরকার

বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব : ইনু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মে ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার গণমাধ্যমের সংকোচনে বিশ্বাসী না। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হোক এমন কোন আইন সরকার করবে না। সরকার গণমাধ্যমের প্রতিপক্ষ নয়।বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, সাংবাদিক ও সরকার পরিপূরক সম্পর্ক বজায় রেখেছে। এখন পত্রিকা বের করে বিভিন্ন করপোরেট গোষ্ঠী। তাদের করপোরেট নীতিমালা দ্বারা বিভিন্ন গণমাধ্যম চলছে। বর্তমানে স্বাধীন গণমাধ্যমের মূল শত্রু জঙ্গিবাদ, মাফিয়া চক্র, কালোবাজারি এবং বড় অপরাধীরা।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার জঞ্জালগুলো এখনো গণমাধ্যমে বিদ্যমান। এসব অনুচর চক্রগুলো গণমাধ্যমকে হুমকির মধ্যে ফেলছে। জঙ্গিবাদ সমর্থক সরকার কিংবা সামরিক শাসন দেশের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

হাসানুল হক ইনু আরো বলেন, সরকার সাংবাদিকদের পক্ষে। নির্যাতনকারীদের বিপক্ষে। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রতিবাদমুখর হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের উদ্দেশে প্রণীত নয়। দেশের ভাবমূর্তি রক্ষায়, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং ডিজিটাল অপরাধীদের শাস্তি নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads