• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
‘সম্মানজনকভাবে সিনহা পদ ধরে রাখতে পারেননি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

‘সম্মানজনকভাবে সিনহা পদ ধরে রাখতে পারেননি’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) নিজের পদ সম্মানজনকভাবে ধরে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘ল উইল টেক ইটস ওন কোর্স’ (আইন তার নিজের গতিতে চলবে)। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে গতকাল বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রথম আমরাই মাইনরিটি (ধর্মীয় সংখ্যালঘু) থেকে একজনকে প্রধান বিচারপতি বানিয়েছিলাম। তিনি তার পদ সম্মানজনকভাবে ধরে রাখতে

পারেননি। তাতে আমাদের কিছু করার ছিল না। আপিল বিভাগের কয়েকজন বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তারাই তার (সিনহা) নামে অভিযোগগুলো করেন। তারা নাকি তার সঙ্গে একসঙ্গে বেঞ্চে বসবেন না। আমরা কিছুই করিনি।’ তিনি বলেন, ‘তার (সিনহা) বিষয়ে আমার মন্তব্য করার কোনো ইচ্ছা নেই। তিনি বই লিখেছেন, আপনারা তার বই পড়েন। তাতে তো কোনো সমস্যা নেই।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এস কে সিনহা সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার সরকারকে সমর্থন না দিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে কথা বলেন বলে সংবাদে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারো মুখাপেক্ষী হয়ে তো রাজনীতি করি না। ভারতে গিয়ে তিনি নাকি অনুরোধ করেছেন, আমাকে সমর্থন না দিতে। আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। জনগণ আমাকে চায় কি না সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কারো সমর্থন নিয়ে আমাকে ক্ষমতায় থাকতে হবে কি না- এমন প্রশ্ন যদি করেন, তাহলে বলব- আমার ক্ষমতায় না থাকাই ভালো।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads