• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কে আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে

পররাষ্ট্র মন্ত্রণালয়

সংরক্ষিত ছবি

সরকার

কে আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে

  • আহমদ আতিক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ জানানোয় এখন মন্ত্রিসভা গঠন নিয়ে চলছে নানামুখী আলোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে আলোচনার বিষয়বন্তু হলো কে দায়িত্ব পেতে যাচ্ছেন সেগুনবাগিচার এ দফতরটির। বেশ কয়েকজন আলোচনায় থাকলেও সিলেটের কেউ এ মন্ত্রণালয়ে আসছেন এমন ধারণা জোরালো। 

আওয়ামী লীগের টানা দুই মেয়াদের শাসনামলে অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা এসেছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও। তা ছাড়া গত সরকারের সময়ে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে গত ১ বছর ছিল আলোচনায়। এ ক্ষেত্রে বেশ সফলতার দাবিদার পররাষ্ট্র মন্ত্রণালয়। তা ছাড়া বিভিন্ন বিষয়ে এ মন্ত্রণালয়ের গুরুত্ব এখন অনেক বেশি। তাই এ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর চিন্তা চলছে সরকারের নীতি নির্ধারণী মহলে।

গতকাল সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বিশেষ কিছু বলেননি। তার বক্তব্য ছিল, এটা প্রধানমন্ত্রী দেখছেন। এটা একেবারেই তার নিজস্ব সিদ্ধান্তের বিষয়। মন্ত্রিসভার বিষয়ে এ জবাবটা আমি দিতে পারছি না।

আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে, আগামী রোববার না হলেও ১০ জানুয়ারির মধ্যে হতে পারে মন্ত্রিদের শপথ অনুষ্ঠান। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই মন্ত্রিসভার শপথ হতে পারে।

দলীয় সূত্রে আরো জানা গেছে, গঠন হতে যাওয়া মন্ত্রিসভায় খুব বেশি না হলেও রদবদলের কিছু সম্ভাবনা রয়েছে। যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসতে পারে, তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামও আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেট থেকে কেউ আসতে পারেন এবং তিনি টেকনোক্র্যাটও হতে পারেন এমন আলোচনাও রয়েছে।

পরিবর্তন এলে আলোচনায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর থেকে নির্বাচিত ডা. দীপু মনি, মর্যাদাপূর্ণ সিলেট-১ থেকে নির্বাচিত একে আবদুল মোমেনের নাম। আবদুল মোমেন এই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই। তিনি মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন এমন ধারণা বেশ বদ্ধমূল হয়ে আছে পররাষ্ট্র দফতরে। তবে এই পরিবর্তন হবে কি না, সেটা নিয়ে দুই ধরনের কথাই আছে ক্ষমতাসীন দলে।

তবে যুক্তি-তর্কে আপাতত ‘পুরনোরাই হয়তো ফিরছেন’- এমন মতও রয়েছে। গত সাড়ে ৫ বছর ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রয়েছেন পেশাদার কূটনীতিক আবুল হাসান মাহমুদ আলী। আর ৫ বছর ধরে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন অপেক্ষাকৃত তরুণ রাজনীতিক শাহরিয়ার আলম। তারা দুজনই একাদশ জাতীয় সংসদে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর ইতোমধ্যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের দায়িত্বেও যোগ দিয়েছেন।

এর বাইরে রয়েছে সাবেক পররাষ্ট্র সচিব বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর নামও। শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী হলেও হঠাৎ করেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তিনি মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে নির্বাচনের আগে হঠাৎ করেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনিও সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ইনাম আহমেদ চৌধুরী এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সে ক্ষেত্রে কাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এমন জল্পনা এখন কূটনীতিক মহলেও। তবে সিলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ থাকছেন এমন কথা বেশ জোরালো। তবে এ বিষয়টি একান্তভাবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই জানেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads