• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
শেখ হাসিনাকে অভিনন্দন অব্যাহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

শেখ হাসিনাকে অভিনন্দন অব্যাহত

  • কূটনৈতিক প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন বার্তা পাঠানো অব্যাহত রয়েছে। কানাডা, আরব আমিরাত এবং ফিজির পক্ষ থেকে দেশগুলোর রাষ্ট্র এবং সরকারপ্রধানরা অভিনন্দন পাঠিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়ে দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগ বলেছে, নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে কানাডা। তবে সদ্যসমাপ্ত নির্বাচনের অনিয়মের বিশ্বস্ত দাবি বা অভিযোগে হতাশা ব্যক্ত করে দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে তদন্ত চেয়েছে। নির্বাচনে লাখ লাখ ভোটার অংশগ্রহণ শক্তিশালী গণতন্ত্রের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় বিশ্বাসের প্রমাণ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া প্রথম দেশ (পশ্চিমা দুনিয়ার মধ্যে) কানাডা পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাবে।

পৃথক পৃথক বার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান; ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স ও সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারমাও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads