• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বার ও চারবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন করায় তিনি জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা। তিনি বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করার কথা রয়েছে। এরপর জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় সশস্ত্রবাহিনীর চৌকষদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে। কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। এ দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads