• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
এক টিকেটে সব পরিবহন সেবা : প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

এক টিকেটে সব পরিবহন সেবা : প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

এক টিকেটে রেল, সড়ক ও নৌপথের পরিবহনে চলাচলের জন্য একটি সমন্ব্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌপরিবহনের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যাতে এক টিকেটে সব পরিবহনে যাতায়াত করা যায়। উন্নত দেশে এমন ব্যবস্থা চালু আছে।

তিনি জানান, এ সময়  প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেলের উন্নয়নেও কয়েকটি নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে দেশের রেল যোগাযোগকে আধুনিকায়ন করার জন্য অবশিষ্ট মিটারগেজ লাইনগুলাকেও ব্রডগেজে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জমি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দিয়েছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, তিন ফসলি জমি, চর ইত্যাদি যেন নষ্ট না হয়। স্থাপনা নির্মাণ করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads