• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
চার প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

সরকার

চার প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৯

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পসহ চারটি গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি প্রকল্পের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষকালে তিনি বলেন, ‘আমি চাই এগুলোর (প্রকল্প) দ্রুত বাস্তবায়ন হোক।’

অন্য তিনটি প্রকল্প হলো- অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরমা বাংলাদেশ প্রকল্প।

‘এগুলোর (প্রকল্পগুলোর আওতায় নির্মিত স্মৃতিস্তম্ভসমূহ) যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে,’ বলেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ ভাষণ স্মৃতিস্তম্ভ এবং ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ ফুট দীর্ঘ একটি ভাস্কর্য এবং আরেকটি পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ দৃশ্যের ভাস্কর্য দুটি স্মৃতিস্তম্ভে নির্মাণ করা হবে। ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্পের কাজ ২০১৮ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে।

গৃহ নির্মাণ প্রকল্পের অধীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার এক তলা ভবন নির্মাণ করা হবে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এই ভবনগুলো অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে প্রদান করবেন।
‘বীর নিবাস’ শিরোনামে ৪ ডেসিমাল জমির ওপর ৯শ’ স্কয়ার ফুট আয়তনের এসব এক একটি ভবন নির্মাণে ব্যয় হবে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২২৫৩ কোটি টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads