• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
একনেকে ৭ প্রকল্পের অনুমোদন

ছবি : সংগৃহীত

সরকার

একনেকে ৭ প্রকল্পের অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পসহ ১১ হাজার ৪২ কোটি টাকার ৭ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প, সিংড়া-গুড়ুদাসপুর-চাটমোহর সড়কের সিংড়া অংশের সড়ক বাঁধ উচু, প্রশস্ত ও পুনঃনির্মাণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বরিশাল স্থাপন প্রকল্প। 

এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, ডিসেম্বর মাস পর্যন্ত চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে ২৬ দশমিক তিন ছয় শতাংশ। ডিসেম্বর শেষে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক সাত পাঁচ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আন্তঃজেলা সড়কগুলো কমপক্ষে চারলেনে উন্নীত করা হবে। গ্রামীণ সড়ক পর্যায়ক্রমে ২ লেনে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে সরকারের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads