• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
করোনা প্রতিরোধে চিকিৎসার কোনো অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার

করোনা প্রতিরোধে চিকিৎসার কোনো অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চিকিৎসার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩০ মার্চ) করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ তণ্য জানান তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোন অভাব নাই। কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। এবং করোনা পরীক্ষারও যতেষ্ট ব্যবস্থা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা পিপিই ব্যবহার করছেন, তারা যেন যথাযথভাবে এর ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের ডাক্তারদের এগিয়ে আসার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে।

তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে পরীক্ষার হার অনেক কম। কারণ সেখানের বেশিভাগ মানুষ পরীক্ষা করাতে এগিয়ে আসছে না। সেখানেও আমরা পরীক্ষা করানো ব্যবস্থা করছি। এ সময় করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এবং এই মুহূর্তে ঘরে থাকুন এবং নিয়মিত সাবান পানি নিয়ে হাত ধোবেন। অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।

ওই বিফ্রিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads