• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
এক হাটের ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে অন্য হাটে

কোরবানির পশুর হাট

সংগৃহীত ছবি

মহানগর

রাজধানীতে ঢুকছে কোরবানির পশু

এক হাটের ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে অন্য হাটে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০১৮

রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গত বৃহস্পতিবার  থেকেই পশু আসতে শুরু করলেও গতকাল শুক্রবার তা বেড়েছে কয়েক গুণ। ট্রাকে বোঝাই কোরবানির পশু নিয়ে বেপারিরা ছুটছেন বিভিন্ন হাটে। এক্ষেত্রে এক হাটের পশু অন্য হাটে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বেপারিরা। বৃহস্পতিবার গভীর রাত থেকেই ঢাকায় পশুবোঝাই ট্রাক ঢুকতে শুরু করেছে

বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আর দিনের বেলায় রাজধানীতে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলে কোরবানি উপলক্ষে তা শিথিল করাও হয়েছে।

রাজধানীর বিভিন্ন হাট পরিদর্শনে দেখা যায়, সারা দিনই পশুবাহী ট্রাক ঢুকেছে হাটগুলোতে। উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বছিলা ব্রিজ এলাকার পশুর হাটে গিয়ে দেখা যায়, দুপুর ২টার মধ্যে হাটের নির্ধারিত জায়গা প্রায় পূর্ণ হয়ে গেছে কোরবানির পশুতে। অবশ্য আগামী দুই দিনে যে পরিমাণ পশু আসবে তাতে নির্ধারিত জায়গা ছাড়িয়ে যেতে পারে হাটের সীমানা, এমন দাবি ইজারাদারের।

এদিকে এক হাটের পশু ট্রাকসহ রাস্তা থেকে অন্য হাটে জোর করে নেওয়ারও অভিযোগ রয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের হাজারীবাগ পশুর হাটের বেড়িবাঁধ প্রবেশ মুখে চারটি খালি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেগুলোর সামনের ব্যানারে লেখা ছিল খিলক্ষেত বনরূপা হাটের পশুর ট্রাক। এসব ট্রাকের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্সীগঞ্জ থেকে আসা গরুগুলো বেড়িবাঁধ সড়ক হয়ে খিলক্ষেত যাওয়ার পথে রহমতগঞ্জ পশুর হাট ও হাজারীবাগ হাটের ইজারাদাররা নামিয়ে রেখেছে। এ ব্যাপারে হাজারীবাগ হাটের ইজারাদার জাহিদুল ইসলাম রাজিব জানান, জোর করে নয়, বেশি দামের আশায় বেপারিরা স্বেচ্ছায় গরু নামিয়েছে।

এদিকে রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতে গতকাল বিকালের মধ্যেই পরিপূর্ণ হয়েছে কোরবানির পশুতে। আমিনবাজার এলাকায় আরো প্রায় কয়েকশ ট্রাক অপেক্ষায় রয়েছে এই হাটে প্রবেশের। কেনাবেচা শুরু হলেই একে একে অপেক্ষমাণ ট্রাকগুলো প্রবেশ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল হক। তিনি বলেন, ঢাকার মধ্যে যাতে যানজট না হয় সেজন্য হাটে স্থান সঙ্কুলান না হওয়ায় পশুবাহী বেশকিছু ট্রাক ঢাকার বাইরে রাখা হয়েছে।

এদিকে হাটগুলোতে পশু আসতে শুরু করলেও কেনাবেচা ওভাবে শুরু হয়নি। বেশ কয়েকটি হাটে ক্রেতাদের দেখা গেলেও অনেকেই এসেছিলেন হাট ও বাজার যাচাইয়ের উদ্দেশ্যে। এ বছর ঢাকায় উত্তর সিটি করপোরেশনের অধীন ১০টি ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে ১৩টি পশুর হাট বসেছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads