• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ডেল্টা লাইফ ইনসিওরেন্স -এর ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

মহানগর

ডেল্টা লাইফ ইনসিওরেন্স -এর ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৯

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর গণ-গ্রামীণ বীমার উদ্যোগে "ক্ষুদ্র বীমা কর্মী সম্মিলন" অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ড্রিম হলিডে পার্ক, নরসিংদীতে দিনব্যাপী এ কর্মী সম্মিলন অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মিলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, এসিআইআই (ইউকে) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোম্পানীর সিএমও বিনীত আগারওয়াল, কোম্পানীর সচিব ও ডিএমডি উত্তম কুমার সাধু এবং গণ-গ্রামীণ বীমার হিসাব বিভাগের প্রধান ইভিপি মোহাইমিনুল ইসলাম মিল্টন ব্যাপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ-গ্রামীণ বীমার উন্নয়ন বিভাগের প্রধান এসইভিপি আনোয়ারুল হক।

ডেল্টা লাইফ বাংলাদেশে ক্ষুদ্র বীমার পথিকৃত। সমাজের নিম্নবিত্ত মানুষের আর্থিক নিরাপত্তা বিধান, দারিদ্র দূরীকরণ ও নারী ক্ষমতায়নে ক্ষুদ্র বীমা কর্মসূচী বিশেষ ভূমিকা রাখছে। রাষ্ট্রের ও সমাজের অধিকাংশ মানুষকে একমাত্র ক্ষুদ্র বীমা কর্মসূচীর মাধ্যমেই বীমার আওতায় আনা সম্ভব। সম্মিলনে ক্ষুদ্র বীমার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বীমা কোম্পানীগুলোর মধ্যে একমাত্র ডেল্টা লাইফ-ই শুরু থেকে বিগত ৩২ বছর ধরে পৃথকভাবে ক্ষুদ্র বীমা কর্মসূচী পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানীর সফল ক্ষুদ্র বীমাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads