• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

মহানগর

বায়ুদূষণকারীদের বিরুদ্ধে অভিযান শুরু কাল : ডিএনসিসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে আগামীকাল রোববার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অভিযানের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতে কিছু অসাধু ব্যক্তি অননুমোদিতভাবে স্থাপনা নির্মাণ করে কিংবা নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। উন্নয়ন কর্মকাণ্ডের অজুহাতে কোনো কোনো সড়ক, ফুটপাত দীর্ঘদিন যাবত যত্রতত্র খনন করে ফেলে রাখার কারণে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহূত মাটি, বালি যত্রতত্র অনাবৃত অবস্থায় ফেলে রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে পরিবেশসম্মত পদক্ষেপ গ্রহণ না করার কারণে ব্যাপক বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে, যার কারণে নগরবাসীকে নানারকম স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও বর্জ্য ব্যবস্থাপনায় অসঙ্গতির কারণে পরিবেশ দূষণসহ মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এসব অবস্থা সরেজমিনে পরিদর্শন, প্রতিকারের উপায় চিহ্নিতকরণ, জনসচেতনতা সৃষ্টি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন সড়ক, গলি ও এলাকা পরিদর্শন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়া-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় মেয়র জানান, আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে মোবাইল কোর্টের মাধ্যমে বায়ুদূষণকারী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে।

আতিকুল ইসলাম বলেন, বায়ুদূষণ রোধে কী কী করতে পারি, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিছু আছে দীর্ঘমেয়াদি, কিছু আছে স্বল্পমেয়াদি। এই মুহূর্তে আমরা দেখছি আমাদের রোগী মরে যাচ্ছে, কোরামিন ইনজেকশন দিতে হবে। আমি মনে করি, এটাকে শর্ট টার্ম হিসেবে চিন্তা করতে পারি। এই শর্ট টার্মের জন্য আমরা কী করতে পারি। আমি বলেছি ভালোবাসার দিন শেষ, এখন হচ্ছে জরিমানা। সিটি করপোরেশনের যে ঠিকাদাররা কাজ করছে তাদের আমি প্রথমে জরিমানা করব। কারণ নিজের ঘরে থেকে যদি জরিমানা শুরু না করি মানুষ কিন্তু উল্টো বদনাম করবে। সিটি করপোরেশনের ঠিকাদারদের বলেছি, আগামী ২২ ডিসেম্বর থেকে আমি ঘোষণা ছাড়াই বিভিন্ন জায়গায় যাব।

তিনি আরো বলেন, যে কনস্ট্রাকশন কোম্পানি কমপ্লায়েন্স মেইনটেইন না করে সিটি করপোরেশনে কাজ করবে, হয় তার ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে। যে কোনো একটিতে আসতে হবে। ফাইনের মাধ্যমে আমরা নোটিশ দেব। তারপরও যদি কাজ না করে অবশ্যই সিটি করপোরেশনের কন্ট্রাক্টর যারা আছেন তাদের ব্ল্যাকলিস্ট করা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা থাকবে না আমাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads