• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দোকানে, রেস্তোরাঁয় বিধিনিষেধ কমল

সংগৃহীত ছবি

মহানগর

নির্দিষ্ট দূরত্ব বজার খার শর্তে

দোকানে, রেস্তোরাঁয় বিধিনিষেধ কমল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২০

লকডাউনের মধ্যে রোজার সময় ঢাকা মহানগরীতে দোকান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে; হোটেল-রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রিরও অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হচ্ছিল এতদিন। এখন বিকাল ৪টা পর্যন্ত সেসব দোকান খোলা রাখা যাবে।

সম্মানিত নগরবাসীকে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে হবে।' তবে কাঁচা বাজার ও সুপার শপগুলো আগের মতই সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না বলে মাসুদুর রহমান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads