• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আয়া দিয়ে অপারেশন, আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

আয়া দিয়ে অপারেশন, আটক ২

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০২০

কেরানীগঞ্জে আয়া ও ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করায় সময় পপুলার গ্যাস্টোলিভার অ্যান্ড জেনারেল হাসপাতালের ২ জনকে আটক করা হয়েছে। এ অভিযোগে কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন কেরানীগঞ্জ উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালটিতে অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা সিভিলসার্জন ডাঃ মঈনুল আহসান ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ।

এ সময় হাসপাতালটি সিলগলা করে দেওয়া হয়েছে।

জানা গেছে, পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতালের মালিক এম এ গুফুর ঔষধ মালিক সমিতির সভাপতি ও ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্য।

স্থানীয়বাসীদের অভিযোগ, এম এ গফুর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কীভাবে সাধারণ মানুষের ঠকিয়ে নিজের আখের গোছানোর জন্য মারিয়া হয়েছেন। গফুর এখন বিশাল টাকার মালিক হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ এন্ড এফপিও ডাঃ রওশন জাহান আলো,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মশিউর রহমান ।

ঢাকা জেলা সিভিলসার্জন ডাঃ মঈনুল আহসান জানান, হাসপাতাল পরিচালনা ক্ষেত্রে যেসকল কাগজপত্র সরকারি অফিসে জমা দেওয়া হয় তা নেই, লাইসেন্স নেই রক্ত সঞ্চালন রক্তসঞ্চালন ট্রান্সমিশন এর কোনো যন্ত্র পাওয়া যায়নি।পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতাল একজন আয়া দিয়ে অপারেশন করে আমরা হাতে নাতে আটক করেছি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান,ভোক্তা অধিকার আইনে পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করি।

নন-টেকনিক্যাল একজন আয়া দিয়ে অপারেশন করায় হাসপাতালেটিকে সিলগালা করেছি। এ সময় আয়া-ভুয়া ডাক্তারসহ দু'জনকে আটক করে ৪ লাখ টাকা জরিমানা, আনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেছি।

তিনি আরো বলেন, হাসপাতালটি চিকিৎসার নামে সাধারণ সেবা প্রত্যাশীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিল। আমাদের এ সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads