• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

মহানগর

মধুদার ভাস্কর্যের কান ভেঙে দিল দুর্বৃত্তরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থাকা মধুদার ভাস্কর্যের একটি কান ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে ভাস্কর্যটির একটি কান বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেটি সংস্কার করেন।

তবে মধুদার ভাস্কর্যের কান কখন, কিভাবে বা কারা ভেঙেছিল তা জানা যায়নি।  

সূত্রে জানা গেছে, মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর তা প্রক্টরকে জানানো হয়। পরে তা মেরামত করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের একজন সদস্য ও মধুর ক্যানটিনের একজন কর্মচারী জানান, মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানানো হলে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য এসে ভাস্কর্যের ভাঙা অংশটি পুনস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেছেন, মধুর ক্যানটিনের কর্মচারীরাই ভাস্কর্যটির কান প্রতিস্থাপন করেছেন। তবে ভাস্কর্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে কি না তা পরিষ্কার নয়। 

তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে কাজটি করেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তা খুঁজে বের করতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads