• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

মহানগর

রাজশাহীতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২১

মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোর লেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর মোড়ে সড়কজুড়ে নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটি সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কামাল হোসেন, রুহুল আমিন, কামরুজ্জামান, নূরুজ্জামান, এস এম মাহবুবুল হক পাভেল, রবিউল ইসলাম তজু, আব্দুল মোমিন, আনোয়ার হোসেন, আব্দুস সোবহান, শহিদুল ইসলাম, তৌহিদুল হক সুমন, রবিউল ইসলাম, আব্দুল হামিদ, আনোয়ারুল আমিন, আশরাফুল হাসান বাচ্চু, প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তাহেরা খাতুন ও আয়েশা খাতুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজীব প্রমুখ।

সূত্রমতে, মহানগরীর পশ্চিমের প্রবেশ দ্বার কাশিয়াডাঙ্গা মোড় হতে বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কটিতে ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে রয়েছে দুটি করে এলইডি বাল্ব। ১৭৪টি বৈদ্যুতিক পোলে ৩৪৮টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাল্ব, যা প্রজাপতির মতো ডান মেলে রয়েছে। দৃষ্টিনন্দন এ বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক আলোকায়ন কাজটি সম্পন্ন করতে ব্যয় হচ্ছে পাঁচ কোটি ২২ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads