• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বইমেলায় হরতালের প্রভাব

সংগৃহীত ছবি

মহানগর

বইমেলায় হরতালের প্রভাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২১

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব দেখা গেছে অমর একুশে বইমেলায়। গতকাল রোববার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীর আনাগোনা খুবই কম। লেখক-প্রকাশক এবং বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা একে অন্যের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন। তাদের দাবি, হরতাল ছাড়াও এবার মেলা সত্যিকার অর্থেই অসময়ে পড়ে গেছে। প্রকাশকরা বলছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এবার স্টলের খরচ তোলাই কষ্ট হবে। 

শোভা প্রকাশের প্রকাশক মিজানুর রহমান বলেন, মেলা তো নয়, মনে হচ্ছে চিড়িয়াখানা। লোকজন এমনিতে নেই, আবার হরতাল। অসময়ে একটা মেলা দেওয়া হয়েছে। প্রকাশকদের জন্য খুব খারাপ একটি মেলা হতে যাচ্ছে এবার। দিনে দুই হাজার টাকাও বিক্রি হচ্ছে না কোনো কোনো প্রকাশনীর স্টলে।

অনুপম প্রকাশনীর ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন বলেন, ‘লোকজন কীভাবে আসবে, পরিস্থিতি তো ভালো না। একদিকে করোনা, অন্যদিকে গরম, এরমধ্যে আবার হরতাল। আমাদের অবস্থা এবার খারাপ’।

বিক্রয়কর্মী শিলা আক্তার বলেন, এবার মেলায় বিক্রি নেই বললেই চলে। শুক্রবার যা একটু লোকজন ছিল, কিন্তু সে তুলনায় ক্রেতা একেবারেই নেই। আর আজ (গতকাল) হরতালের কারণে মেলা পুরোটাই ফাঁকা।

দর্শনার্থী সায়মা আফরিন বলেন, ‘বাসা কাছে থাকায় (আজিমপুর) এসেছি, না হয় হয়ত আমিও আসতাম না। বইমেলার প্রতি আলাদা ভালোবাসা কাজ করে তাই আসি।’

বাংলা একাডেমির তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল নতুন বই এসেছে ১২২টি। মেলায় সর্বমোট নতুন বই এসেছে ১৩৮১টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads