• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
ষড়যন্ত্র দেখলেই হেফাজত রাজপথে নামবে : মামুনুল

সংগৃহীত ছবি

মহানগর

ষড়যন্ত্র দেখলেই হেফাজত রাজপথে নামবে : মামুনুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল ইসলাম বলেছেন, হেফাজত নিজস্ব শক্তির বলে আল্লাহর ওপর ভরসা করে। হেফাজত একাই যথেষ্ট। যখনই দেশের বিরুদ্ধে, ঈমান-আকিদার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তখনই হেফাজত কারো রক্তচক্ষু পরোয়া না করে রাজপথে নেমে আসবে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি থেকে একথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, হেফাজতের তিনদিনের আন্দোলনের ধারাবাহিকতায় আজ শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করা হচ্ছে। আমাদের তো তা করার কথা ছিল না। আজ বাংলাদেশে এমবিবিএস পরীক্ষায় ব্যস্ত আছে। বিক্ষোভ কার্যক্রম করার কথা ছিল না। এ ছাড়া কওমি মাদরাসার বড় পরীক্ষা থাকা সত্ত্বেও আজ বিক্ষোভ করছি।

তিনি বলেন, ‘কারো চোখের গরম ও ভয় দেখিয়ে হেফাজতকে দমিয়ে রাখা যাবে না। ২০টি মায়ের বুক খালি হলো। আইজিপি আপনাকে তো শোক প্রকাশ করতে দেখলাম না। যারা মারা গেছেন তারাও তো মানুষ।’

তিনি বলেন, ‘তদন্ত করুন পুলিশ হেফাজতে থেকে থানার গারদে ঢুকে হেফাজতের কর্মীদের ওপর কারা হামলা করছে। হেলমেট লীগের হামলাকারীদের বিচার চাই। যারা বিনা উস্কানিতে তাওহিদী জনতার ওপর হামলা করেছিল তাদের কাউকে কেন গ্রেপ্তার করা হয়নি?’

আওয়ামী লীগকে উদ্দেশ করে হেফাজতের অর্থ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমী বলেন, ‘ভালোয় ভালোয় ছাত্রলীগকে সামলান। ওরাই আপনার মসনদ নাড়িয়ে দেবে।’

কেন্দ্রীয় নেতা আহমেদ আলী কাসেমী বলেন, কারা বায়তুল মোকাররমকে রক্তাক্ত করেছে জানতে চাই। স্বাধীনতা দিবসে লাশ কাকে উপহার দিয়েছেন? গোটা দেশকে বন্দি করে গোটা কয়েক অতিথিকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন, এর হিসাব দিতে হবে। এ পর্যন্ত যারা মারা গেছে সবাই পুলিশের গুলিতে। নিহত পরিবারকে এক কোটি করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা, বন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে হেফাজতের ঢাকার সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিব বলেন, ‘পুলিশ বাহিনী রাতে তল্লাশি করে। যাদের ভাই জীবন দিয়েছে তারাই রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। জামেয়া ইসলামিয়ায় যেই মুক্তাদির চৌধুরী এমপির নেতৃত্বে হামলা হলো তাকে গ্রেপ্তার করা হলো না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads