• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাঁশ দিয়ে ব্যারিকেড

সংগৃহীত ছবি

মহানগর

বাঁশ দিয়ে ব্যারিকেড

  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২১

মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট

সিলেটে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আরো কঠোর হয়েছে পুলিশ। চলমান লকডাউন বাস্তবায়নে এবার সিলেটের ১৪টি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সিলেট নগরের ৮টি ও নগরের বাইরে ৬টি পয়েন্টে এ ব্যারিকেড দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে ব্যারিকেড দেওয়ার কথা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি বলেন, সকরারের নির্দেশ মোতাবেক লকডাউন বাস্তবায়নে এমন প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

সিলেটের যে ১৪ পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে কার্যকর লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে সেই পয়েন্টগুলো হলো-আম্বরখানা, বন্দরবাজার, টিলাগড়, মদিনা মার্কেট, হুমায়ুন রশিদ চত্বর, অতিরবাড়ি, শ্রীরামপুর বাইপাস, পারাইর চক, বটেশ্বর, এয়ারপোর্ট রোড, রিকাবীবাজার, লামাবাজার, জিন্দাবাজার ও কাজিরবাজার সেতুর দক্ষিণ পার্শ্ব।

গতকাল সকালে নগরের আম্বরখানা, মদিনা মার্কেট, রিকাবীবাজার ও লামাবাজার এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের একদিকে বাঁশ দিয়ে আটকানো সড়ক। যাতে এক প্রান্তের গাড়ি অন্য প্রান্তে যেতে না পারে। তবে এক পাশে একটু ফাঁকা রাখা হয়েছে, সেখান দিয়ে জরুরি সেবার গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া এসব চেকপোস্টে অননুমোদিত প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ পায়ে হাঁটা মানুষদের জেরার মুখে পড়তে হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কেউই প্রবেশ করতে পারছেন না। এদিকে, জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়ি নিয়ে শহরে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে শতাধিক গাড়ি। এতে রাস্তার দুই পাশে দেখা দেয় তীব্র যানজট।

এ ছাড়া সকাল থেকে সিলেট নগরীর রাস্তায় অন্য দিনের তুলনায় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি ও রিকশা আগের পাঁচ দিনের চেয়ে অনেক কম। সেই সাথে লকডাউন বাস্তবায়নে পুলিশও কঠোর অবস্থানে রয়েছে। এ সময় যানবাহন আটকে রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাচ্ছে পুলিশ। সদুত্তর না পেলেই যাত্রী নামিয়ে দিয়ে মামলা ঠুকে দেয় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে। সেই সাথে জরিমানাও করা হচ্ছে।

নগরীর কালিঘাট, বন্দরবাজার, মদিনা মার্কেট ও আম্বরখানা এলাকাসহ বেশ কিছু এলাকায় গতকাল সকাল থেকে জনসমাগম কিছুটা বেশী থাকলেও পুলিশের অভিযানের খবর পেয়ে অনেকেই দ্রুত সরে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads