• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪২৮

মহানগর

রাজধানীতে ফের তৎপর মলম ও গামছা পার্টি

  • সালাহ উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত ২০ মে ২০২১

রাজধানীতে আবারো তৎপর হয়ে উঠেছে মলম ও গামছা পার্টি। ঈদের ছুটি ও করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচল রাতে কমে যাওয়ায় পুলিশ চেকপোস্টের সংখ্যা বাড়িয়েও পুলিশ মলম ও গামছা পার্টির তৎপরতা কমাতে পারছে না। তাই সাধারণ মানুষকে শেয়ারে কোনো যানবাহনে না চলার পরামর্শ দিয়েছে তারা।

করোনা সংক্রমণরোধে সরকার দূরপাল্লার যানবাহন বন্ধ ঘোষণা করলেও শর্তসাপেক্ষে জেলা শহরে যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় রাখো মানুষ বিভিন্ন উপায়ে রাজধানী ছেড়েছিল। আর ঈদ শেষে একইভাবে তারা ঢাকায় ফিরছেন। এজন্য অনেকে রাজধানী পৌঁছান গভীর রাত বা ভোরে। এ সময় তার পড়েন যানবাহন সংকটে। আর এ সুযোগটিই নিচ্ছে মলম ও গামছা পার্টি। তারা সিএনজি অটোরিকশা বা মাইক্রোবাস নিয়ে নেমে পড়ছে রাস্তায়। আর শেয়ারে যাত্রী পরিবহনের নামে সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে। বাধা দিলে হত্যা করতেও পিছপা হচ্ছে না। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের এডিসি ইফতেখারুল ইসলাম জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতর  উপলক্ষে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার ভেতরে গভীর রাতেও যাওয়া-আসা অব্যাহত আছে। গভীর রাতে শহরে বাস-মিনিবাসের মতো গণপরিবহন বন্ধ থাকায় অনেক সময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পণ্যবাহী ছোট পিকআপও যাত্রী আনা-নেওয়া করছে। ছিনতাইকারী ও ডাকাত  চক্র গণপরিবহনের এই স্বল্পতাকে কাজে লাগিয়ে রাইড শেয়ারের নামে মানুষের সর্বস্ব ডাকাতি করে নিয়ে যাচ্ছে। দু-একজন ভিকটিমকে ফাঁস দিয়ে হত্যাও করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এরকম তথ্য আসার পর রাতে গোয়েন্দা বিভাগ টহল বৃদ্ধি করে।  জানা যায়, রাজধানীর কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভার, মৌচাক ফ্লাইওভারসহ বেশ কিছু ফ্লাইওভার, খিলক্ষেত, কাওলা, ঢাকা-ময়মনসিংহ রোড ও পূর্বাচলগামী ৩০০ ফিট রাস্তা, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ডেমরা রোড, মাতুয়াইল ও জুরাইন রোডে এ ধরনের অপরাধ বেশি হচ্ছে। ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার

মশিউর রহমান জানান, গণপরিবহন না পেয়ে অনেকে অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ছোট পিকআপেও উঠছেন। ছিনতাইকারীরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। এসব চক্র ছিনতাইয়ের কাজে গামছা এবং মলম ব্যবহার করছে। কেউ বাধা দিলে ফাঁস দিয়ে হত্যা করছে। তাই এ ধরনের রাউড শেয়ারের যানবাহনে চলাচল না করার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৬ মে করোনাভাইরাসের টেস্ট ও দুবাই যাওয়ার জন্য টিকিট কিনতে ঢাকায় এসে খুন হন সুভাষ চন্দ্র সূত্রধর নামে এক প্রবাসী। রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সুভাষের গ্রামে বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার বড় নারায়ণপুরে। দুবাই থাকতেন সুভাষ। গত বছর দেশে এসে বিয়ে করেন। ৮ মে দুবাই যাওয়ার কথা ছিল সুভাষের। ধারণা করা হচ্ছে তিনি গামছা পার্টি খপ্পরে পড়েছিলেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ডিসি মশিউর বলেন, ঘটনাটির তদন্ত চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads