• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
পল্লবীতে জাকির বাহিনীর হুমকির অভিযোগ, জিডি আ.লীগ নেতার

সংগৃহীত ছবি

মহানগর

পল্লবীতে জাকির বাহিনীর হুমকির অভিযোগ, জিডি আ.লীগ নেতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

রাজধানীর পল্লবীতে জাকির বাহিনীর হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান। এ নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন। খলিলুর রহমান ঢাকা মহানগর উত্তর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত প্রায় এক বছর পূর্বে পল্লবীর ১১/ই, এভিনিউ, লালমাটিয়া স্ট্যান্ড, ১৫৭ নম্বর বাসা ও সঙ্গে দোকানসহ মালিক মেসের আলীর কাছ থেকে ২ কোটি ১৪ লাখ টাকার দরদাম হয়। এর মধ্যে ৫০ লাখ টাকা বায়না করেন সেখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে জমির রেজিষ্ট্রির সময় পূরো টাকা পরিশোধের লিখিত চুক্তিও হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বায়না টাকা হাতে পাওয়ার কিছুদিন পর থেকে মেসের আলীর আর কোনো খোঁজ পাওয়া যায় না। ফোন দিলেও ধরে না। এমন অবস্থায় তাকে উকিল নোটিশও পাঠানো হয়। কিন্তু তার জবাবও সে দেয় না। বর্তমানে সন্ত্রাসী জাকিরের সঙ্গে হাত মিলিয়ে সে তাকে ওই বাসা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। মেসের আলীর পক্ষ নিয়ে জাকিরও তার সহযোগীরা প্রতিনিয়ত উচ্ছেদের হুমকি এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে।

খলিলুর রহমান বলেন, আমি বায়নার দলিল করে টাকা দিয়েছি। এখন পুরো টাকা দিয়ে রেজিষ্ট্রি করতে চায়। কিন্তু মেসের আলী জাকিরের পরামর্শে নানা হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি মেসের আলী ও জাকিরের বিরুদ্ধে পৃথক দুটি জিডি দায়ের করেছি। আমি প্রশাসনের নিকট এ বিষয়ে সহায়তা চাই। জাকির আমাকে যে কোন মুহুর্তে হত্যা করতে পারে বলে আমি শঙ্কায় আছি।

বাউনিয়াবাধ এলাকার একাধিক বাসিন্দা বলেন, জাকিরের পরিবার সুদে ব্যবসায়ী। তার শ্বাশুড়ি নুর জাহান জাকিরের সহযোগিতায় সাধারণ মানুষের নিকট থেকে প্রায় সত্তর লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। এ বিষয়েও জাকিরসহ তার শাশুড়ীর বিরুদ্ধে থানায় একাধিক জিডি অভিযোগ রয়েছে।

তারা আরো বলেন, জাকিরের স্ত্রী হালিমা মেসের আলীকে ২ লাখ টাকা সুদে দেয়। মেসের আলী টাকা পরিশোধ না করায় জাকির হোসেন বাহিনীরা মেসের আলীর বিক্রিত বাড়ীর আমমোক্তার নামার কাগজ বানিয়ে ফেসবুক পোস্ট করে। এতে করে ওই পোস্টে স্থানীয় লোকজন জাকির বাহিনীর বিরুদ্ধে মন্তব্য করে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, জিডির বিষয়টি আমি অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত হচ্ছে। আমরা জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেব।


 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads