• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
কঠোর লকডাউনে উত্তরায় কড়াকড়ি

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

কঠোর লকডাউনে উত্তরায় কড়াকড়ি

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

‘কঠোর লকডাউনের’ তৃতীয় দিনে গত বিগত দুই দিনের চেয়ে আব্দুল্লাহপুর হাউস বিল্ডিং আজমপুর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ব্যস্ত দোখা গেছে। তবে সারা দিন কড়াকড়ি ছিল পুলিশি চেকপোস্টে। কোন কোন এলাকায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। তিনি বলেন, এটা আমাদের চলমান মোবাইল কোর্ট।

মহাসড়কের আশেপাশের এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে সামান্য কিছু খাবার ও অন্যান্য জরুরি সেবার দোকানপাট খোলা থাকলেও সেগুলোতে ক্রেতা কম লক্ষ্য করা গেছে।

লকডাউন এর তৃতীয় দিনে গত দুদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি এবং রিকশাও অপেক্ষাকৃত বেশি  চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বিভিন্ন প্রয়োজনে বা অপ্রয়োজনে রাস্তায় বের হয়েছে, তারাও পথে পথে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন।

আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং, আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে, তারা যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক মামলা ও জরিমানা করা হয়েছে।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান,  সারা দিন পুলিশের চেকপোস্ট এবং তল্লাশিকালে উপযুক্ত কারণ দেখাতে না পারায় ৫৫ জনকে আটক করেছি। তাদের মধ্যে ৪২ জনকে মামলা দিয়েছি এবং নগদ ২৩, ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১১জন ডিএমপি অধ্যাদেশ দেয়া হয়েছে এবং ২ জনকে মুচলেখা দিয়ে ছাড়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads