• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
খিলগাঁওয়ে ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

খিলগাঁওয়ে ত্রাণ বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২১

করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে খিলগাঁও সোসাইটি উত্তর-পশ্চিম। গতকাল শনিবার প্রায় ১৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী শফিক মোস্তফা চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সালেহীন বাবু, ত্রাণ সম্পাদক সারোয়ার প্রমুখ।

সাধারণ সম্পাদক কাজী শফিক মোস্তফা চঞ্চল বলেন, ‘আমরা করোনা মহামারিতে এর আগেও অসহায়, দরিদ্রদের ত্রাণ দিয়েছি। এরই ধারাবাহিকতায় এবারো আমরা ১৫০টি পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করলাম।’

সাংগঠনিক সম্পাদক সালেহীন বাবু বলেন, ‘এই করোনাকালে মধ্যবিত্তরাও অসহায় জীবনযাপন করছেন। অনেকেই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়েছেন। তারা লোকলজ্জার ভয়ে কারো কাঁছে সাহায্য চাইতে পারেন না। আমরা সেরকম অনেক পরিবারকে সাহায্য করেছি।’

বিতরণকৃত প্রতি বস্তা ত্রাণের মধ্যে ছিল-৬ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, গুঁড়া দুধ ১০০ গ্রাম, মাস্ক ৫টি, ১ কেজি মসুরের ডাল, চিনি ১ কেজি, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই ও ১টি সাবান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads