• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রতন বালো পেলেন ‘সমরেশ বসু স্মৃতি পুরস্কার’

সংগৃহীত ছবি

মহানগর

বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক

রতন বালো পেলেন ‘সমরেশ বসু স্মৃতি পুরস্কার’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২২

অনুসন্ধানী প্রতিবেদনের ওপর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমরেশ বসু সাহিত্য ও স্মৃতি পুরস্কার-২০২২ পেলেন দৈনিক বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক রতন চন্দ্র বালো। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিশাল বাংলা প্রকাশনী’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি এই প্রতিবেদকের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

সাবেক তথ্যসচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন লেখক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খান। তার প্রাণবন্ত উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুণ-উর-রশিদ সিআইপি, সাবেক সিনিয়র সচিব আবদুস সালাম ফারুক।

এর আগেও তিনি ‘সাগরপারের জেলেদের নীরব কান্না’ শিরোনামে ১০ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ২০১০ সালে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার লাভ করেন এই সিনিয়র সাংবাদিক। এছাড়াও সমরেশ বসু স্মৃতি পুরস্কার লাভ করেন অপরাধবিষয়ক প্রতিবেদনের ওপর বিশেষ অবদান রাখায় দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক এ কে এম বাকী বিল্লাহ, একুশে পদকপ্রাপ্ত বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী, সাংবাদিক ও সংগঠক হিসেবে রাজেন্দ্র দেব মন্টুসহ মোট ৪২ গুণী ব্যক্তি। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads