• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যানজট নিরসনে মসিকের উচ্ছেদ অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

মহানগর

যানজট নিরসনে মসিকের উচ্ছেদ অভিযান

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ০৮ জুন ২০২২

যানজট নিরসনে ময়মনসিংহের নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা দুপুরে এ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদকালে দোকানের সরঞ্জাম রেখে চলে যাওয়া দেকানিদের সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ প্রসঙ্গে বলেন, বার বার বলার পরেও ফুটপাত ও রাস্তা দখল করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দায়িত্বহীনতা ও আইন অমান্য করার শামিল। এ ঘটনার পুনরাবৃত্তি হলে সব মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যানজট নিরসনে গত এক সপ্তাহ ধরে এই অভিযান চলছে। গত সোমবারেও দিনব্যাপী নগরীর গাঙ্গিনাপার, স্বদেশি বাজার, রেলস্টেশন মোড় এলাকায় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে ৬০টি অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশার ব্যাটারি জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব জানান, যানজট নিরসনে মসিক মেয়র ইকরামুল হক টুিটু মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads