• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম

ফাইল ছবি

অন্যান্য

বিএনপি নেতা এম শামসুল ইসলামের মৃত্যু

  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম বৃহস্পতিবার দুপুর দেড়টায়  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ১৭ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এম শামসুল ইসলাম।

তার একান্ত সচিব কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর গুলশানের তার জানাজা হবে। শুক্রবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে সাবেক এই সাংসদকে। সেখানে জানাজা শেষে সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

নিজ গ্রাম মুন্সিগঞ্জ সদর থানার তিনসুড়িতে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এম শামসুল ইসলাম ইন্দোনেশিয়ার হাই কমিশনার ছিলেন।  মুন্সিগঞ্জ-৩ আসন থেকে তিনবার তিনি সংসদ সদস্য হন তিনি।

১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম শামসুল ইসলাম।  ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

১৯৯৭ সালের শেষে দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া এম শামসুল ইসলাম ২০১৪ সালে দলের কাউন্সিলের আগ পর্যন্ত ওই পদে ছিলেন।  চার দলীয় জোট গঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads