• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

ফের কারাগারে খালেদা জিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

ফের নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খলেদা জিয়াকে। শনিবার বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে নিয়ে কারাগারের উদ্দেশে রওনা হয় পুলিশ ।

মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএসএমএমইউ হাসপাতালে প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে খালেদা জিয়ার। শনিবার সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া বিএসএমএমইউতে প্রবেশ করেন। তাকে কারাগার থেকে সরাসরি এই হাসপাতালে আনা হয়।

হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও খালেদা জিয়া পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে নেওয়া হয় সেখানে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পাঁচ জন সদস্যও উপস্থিত রয়েছেন। আলাপ-আলোচনা শেষে তার রক্তের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। কেবিন ব্লকের প্যথলজি বিভাগে রক্ত পরীক্ষা করা হবে। তার এক্সরেও করা হয়েছে।

কেবিন ব্লকের পাশে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নিয়ে তার এক্সরে করানো হয়। রেডিওলজি ও ইমেজিং বিভাগের ১/এ নম্বর রুমে এক্সরে করা হয়।

সকালে হাসপাতালে আসা খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখা করতে এসেছি। দেখা হওয়ার পরই তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারব।’

এ সময় আরেক আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার দলের মহাসচিব দেশনেত্রীর সঙ্গে দেখা করেন। পরে তিনিই ম্যাডামের অবস্থা ভালো নেই বলে জানান।’

তিনি আরও বলেন, ‘সরকারি মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে বলে জানতে পেরেছি। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। প্রকৃত অবস্থা আরো পরে জানানো সম্ভব হবে।’

এর আগে শুক্রবার বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের জানান, ‘ম্যাডামের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। তার আর্থরাইটিসের সমস্যা বেশ বেড়ে গেছে। হাঁটতেও কষ্ট হয়। যেটাকে কিছুটা স্নায়ুবিক সমস্যা বলা হয়, সেটাও দেখা দিয়েছে। সত্যিকার অর্থেই তিনি কিছুটা স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।’

এ সময় তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের কারাগারে যাওয়ার অনুমতিও দাবি করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads