• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ফাইল ছবি

রাজনীতি

বিশেষজ্ঞদের পরামর্শেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে।

রোববার সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

এ সময় কারাবন্দি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে বিএনপি নেতাদের দাবি জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব সুবিধা ভোগ করছেন। তবে তার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা ও বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার বিষয়াদি নিয়ে বিএনপির দুই নেতা আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ সচিবালয়ে আসেন। তার কিছু পরেই আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক চলাকালেই সেখানে এসে উপস্থিত হন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। বৈঠক থেকে বেরিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কথা বলেন। 

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা তুলে ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার কথা বলেছেন। এ বিষয়ে আমি কারা মহাপরিদর্শককে ডেকে এনেছি, কথা বলেছি। যাঁরা চিকিৎসা দিচ্ছেন, তাঁদের সঙ্গে তিনি কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা জানি, খালেদা জিয়ার পায়ে যে সমস্যা আছে, এগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সহায়তা করছেন। আরো যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তার জন্য সেটাও আমরা নেব।’

বিএনপির চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না এমন প্রশ্নের জবাবে  মন্ত্রী বলেন, ‘এ নিয়ে আমরা ভাবছি না। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান। এই বিষয়গুলো বিবেচনা করে জেলকোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার সঙ্গে দলের নেতা ও আত্মীয়স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জেলকোডের বিধান অনুযয়ী একজন কারাবন্দি সঙ্গে দেখা করার একটা ডিউরেশন (সময়সীমা) আছে। সেইটা অনুযায়ী দেখা করতে দেওয়া হচ্ছে। তা ছাড়া খালেদা জিয়াও অনেকের সঙ্গে দেখা করতে চান না। তিনি বিরক্ত হতে পারেন বা তাঁর সমস্যা হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখেও সবাইকে দেখা করতে দেওয়া হয় না।’

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads