• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
মুক্ত খালেদাই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

কূটনীতিকদের বিএনপি

মুক্ত খালেদাই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

আসন্ন জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি দিতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের তরফ থেকে কূটনীতিকদের জানানো হয়েছে, বিএনপি নির্বাচনে যাওয়ার আগে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চায়। মুক্ত খালেদা জিয়াই সিদ্ধান্ত দেবেন নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি না। গতকাল রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এসব কথা জানানো হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানিয়েছেন, উপস্থিত কূটনীতিকদের বিএনপিপ্রধান খালেদা জিয়ার সাজা ও জামিন, তার অসুস্থতা, আগামীকাল খুলনা সিটির নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির বিষয়ে ব্রিফ করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্রিফ করেন। তাদের এ সংক্রান্ত নথিপত্রও দেওয়া হয়েছে।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলা এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ইউকে, কানাডা, ফ্রান্স, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ইউএনডিপি, রাশিয়া, নরওয়ে, স্পেন, পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কূটনৈতিক কোরের সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, জেবা খান, বিএনপি নেতা তাবিথ আউয়াল প্রমুখ। 

বৈঠকে অংশ নেওয়া ওই নেতা আরো জানান, কূটনীতিকদের জানানো হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ১০ দিন ধরে দলের চেয়ারপারসনের সঙ্গে তার স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুচিকিৎসার জন্য তার পছন্দসই ইউনাইটেড হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছে। কিন্তু বারবার বলার পরও তা আমলে নিচ্ছে না সরকার। এ ছাড়া গাজীপুর সিটি নির্বাচনে সরকারের মনোনীত প্রার্থী হেরে যেতে পারে, সেটিও নিশ্চিত হওয়ার পর এই নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের নির্দেশে আবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। খুলনায় নির্বাচন জোর করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এসব দেখেই বোঝা যায় জাতীয় নির্বাচন কেমন হবে। তাই এসব ঘটনার বিবেচনায় রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি  রাখার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক জানতে চান দলের প্রধান কারাবন্দি থাকায় দল কে পরিচালনা করছে। জবাবে বিএনপি নেতারা বলছেন, গঠনতন্ত্র অনুসারেই দল পরিচালিত হচ্ছে। চেয়ারপারসনের অবর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads