• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
খালেদার জামিনের  রায় আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

রাজনীতি

খালেদার জামিনের রায় আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের তর্কিত জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের আপিল আবেদনের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে ওই দিনই শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। একই সঙ্গে দুদক ও সরকারপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেওয়া হয়।

গত ১৪ মার্চ আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে সরকার ও দুদককে লিভ টু আপিল করতে বলেন আপিল বিভাগ। ওই দিনই খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। রায়ের পর খালেদা জিয়া রাজধানীর নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads