• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
খালেদার মুক্তি আন্দোলনে  ব্যর্থতার স্বীকার ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

খালেদার মুক্তি আন্দোলনে ব্যর্থতার স্বীকার ফখরুলের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মে ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির আন্দোলনে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কথা বলছি, কাজ করছি, আন্দোলন করছি এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে গেছেন। এরপরও আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি। এটা একদিকে যেমন ব্যর্থতা, অন্যদিকে সরকারের ভয়ঙ্কর রূপ প্রকাশিত হয়েছে।’

ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঠেকাতে মরিয়া সরকার। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা করতে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।’ খুলনা নির্বাচনে অনিয়মের তদন্ত হওয়া উচিত— ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন (ইসি) তদন্ত করবে না। কারণ ইসি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

এ সময় কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের লেখা গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান করে নগর বিএনপি। ‘কোটি জনতার মা’ পর্ব-১ সিডি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads