• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ক্ষমতা টেকাতেই বিদেশে দৌড়ঝাঁপ প্রধানমন্ত্রীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংরক্ষিত ছবি

রাজনীতি

সংবাদ সম্মেলনে রিজভী

ক্ষমতা টেকাতেই বিদেশে দৌড়ঝাঁপ প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অনুভূতি বুঝতে পেরে ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আরেকটি একতরফা নির্বাচন নিশ্চিত করতেই ভারতের শরণাপন্ন হয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, সরকারি অর্থ ব্যয় করে ক্ষমতায় টিকে থাকার আকুতি জানাতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরই দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রিজভী বলেন, দেশের স্বার্থ বিকিয়ে, সার্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছে সরকার। কিন্তু বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ। তবে প্রতিদান হিসেবে ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন বলে খবর প্রকাশ করেছে পশ্চিমবাংলার প্রভাবশালী একটি দৈনিক।

বিএনপির এই শীর্ষ নেতার দাবি, শুক্রবার শান্তিনিকেতনের ‘বাংলাদেশ ভবনে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা। ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধনের পর সেখানেই মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা জানিয়েছেন ট্রানজিটসহ সব দিয়েছে তার সরকার, আন্তর্জাতিক মঞ্চে বরাবর দিল্লির পাশে থেকেছে, বাংলাদেশের নির্বাচনের বছরে এবার তাই ভারতের সহযোগিতা চান।

রিজভী বলেন, নিজ দেশের জনগণকে পাশ কাটিয়ে ক্ষমতায় টিকে থাকতে ‘মুরব্বিদের’ কাছে দেনদরবার শুরু করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছেন তাদের দুঃশাসনের জবাব দিতে মানুষ প্রস্তুত হয়ে আছে। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যায় সারা দেশকে লাশের মিছিলে পরিণত করে, দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দলীয়করণের মাধ্যমে গোটা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছেন শেখ হাসিনা।

বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহম্মেদ আজম খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads