• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইডব্লিউজি

ছবি ইন্টারনেট

রাজনীতি

গাজীপুরের নির্বাচনে সাড়ে ৪৬ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে : ইডব্লিউজি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে  অনিয়মের ঘটনা ঘটেছে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। আর এসব কেন্দ্রে ১৫৯টি অনিয়মের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ইডব্লিউজি। সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রাথমিক বিবৃতি দেয় সংস্থাটি। 

নির্বাচনে গুরুত্বপূর্ণ অনিয়মের মধ্যে রয়েছে- জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটকেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান।

এছাড়া ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনে ভোট প্রদানের গড় হার ৬১ দশমিক ৯ শতাংশ বলে জানিয়েছে ইডাব্লিউজি।

লিখিত বক্তব্য ইডব্লিউজির পরিচালক ড. মো আব্দুল আলীম জানান, গাজীপুর সিটি করপোরেশনের সর্বমোট ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ইডব্লিউজি ৫৭টি ওয়ার্ডেরই ১২৯টি (৩০ শতাংশ) ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। ইডব্লিউজির এ পর্যবেক্ষণে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয় সেগুলো হলো- ভোট কেন্দ্র খোলার সময়কাল পর্যবেক্ষণ, ভোটগ্রহণ কার্যক্রম, ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা ও গনণা এবং ভোটকেন্দ্রের বাইরের সার্বিক পরিস্থিতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডব্লিউজির পরিচালক ড. মো আব্দুল আলীম, সদস্য আব্দুল আওয়াল, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও হারুনুর রশিদ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads