• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নির্বাচন কমিশনে কামরানের বিরুদ্ধে ফের অভিযোগ আরিফের

সিলেট সিটি করপোরেশন (সিসিক) বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী

সাংগৃহীত ছবি

রাজনীতি

নির্বাচন কমিশনে কামরানের বিরুদ্ধে ফের অভিযোগ আরিফের

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের অভিযোগ জানিয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের কাছে এ অভিযোগ করেন সদ্য সাবেক এ মেয়র।

অভিযোগ করে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে বেরিয়ে আসার পর আরিফুল হক সাংবাদিকদের উদ্দেশে বলেন, আচরণবিধি অনুযায়ী ১০ জুলাই (আজ) প্রতীক বরাদ্দের আগে প্রচারণার কোনো সুযোগ নেই। তবুও তিনি (বদর উদ্দিন আহমদ কামরান) বার বার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কামরানের পক্ষে তার স্ত্রী আসমা কামরান ও ছেলে ডা. আরমান আহমদ শিপলুসহ সরকারদলের নেতাকর্মীরা নগরীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন।

আরিফ আরো বলেন, আমি এর আগেও একই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। তবুও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। আমি চাই সিসিক নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হোক। জনগণই নির্বাচিত করুক তাদের ভবিষ্যৎ জনপ্রতিনিধিকে।

এ সময় আরিফুল হক চৌধুরীর সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক আলী আহমদসহ অন্য নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads