• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
শর্ত দিয়ে নির্বাচন হবে না : কাদের

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

শর্ত দিয়ে নির্বাচন হবে না : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির দেওয়া শর্ত মানার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো শর্তযুক্ত নির্বাচন বাংলাদেশে হবে না। সংবিধান অনুযায়ী ইলেকশন হবে, শর্তের কোনো প্রয়োজন নেই।’ গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।

সম্প্রতি বিএনপির সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রয়োজনে নির্বাচন প্রতিহত করার ঘোষণাকে ‘বেসুরো আওয়াজ’ হিসেবে বর্ণনা করেছেন কাদের। তিনি বলেন, ‘এর মধ্যে চক্রান্তের গন্ধ আছে। এর মধ্যে সহিংসতা, নাশকতার আশঙ্কা আমরা দেখছি।’

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে নির্বাচন করতে হলে অবশ্যই একনম্বর পূর্বশর্ত হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না এবং এদেশের মানুষ তা হতে দেবে না।’ এ ছাড়া ভোটের আগে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবিও তিনি তুলে ধরেন।

ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন শুনেছিলাম যেকোনো পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশ নেবেন। এখন তারা আবার নতুন করে সুর তুলেছেন যে, খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার চেয়েও এককাঠি এগিয়ে বলছেন, নির্বাচন তারা প্রতিহত করবেন।’

নির্বাচন নিয়ে বিএনপি কোনো চক্রান্ত করলে দেশের ‘জনগণকে সঙ্গে নিয়ে’ তা প্রতিহত করার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অনেক কনফিডেন্ট। ২০১৪ সালে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। সেটা ঘটতে দেওয়া হবে না।’

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নানা ধরনের ‘চক্রান্ত ও ষড়যন্ত্র’ করছে মন্তব্য করে কাদের বলেন, ‘ইস্যু খুঁজতে গিয়ে কখনো কোটা আন্দোলন, কখনো লর্ড কার্লাইলকে ভারতে এনে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটানোর চেষ্টা- এ রকম অনেক কিছু করা হয়েছে। এখনো অনেকে বিদেশ থেকে চক্রান্তমূলক পরিকল্পনার ছক তৈরি করছে।’

বিএনপিকে নির্বাচনে আনতে সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না- এ প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। সরকার কেন অনুনয়-বিনয় করে টেনে আনতে চাইবে? আপনি আসবেন না, তাতে নির্বাচন কি থেমে থাকবে? গণতন্ত্র কি থেমে থাকবে?’

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের ‘প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা। তিনি বলেন, ‘দেশে এমন কোনো পরিস্থিতি নেই যে সেটার জন্য সংলাপ করতে হবে।’ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, যাতে নির্বাচন কমিশনের আচরণবিধি কেউ লঙ্ঘন না করে। সরকারিভাবে প্রধানমন্ত্রী প্রশাসনকে বার্তা পাঠিয়েছেন, নির্বাচনে হস্তক্ষেপের কোনো অভিযোগ যাতে না আসে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads