• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
শর্ত দিলে ফোনালাপেও আপত্তি কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

শর্ত দিলে ফোনালাপেও আপত্তি কাদেরের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের সম্ভাবনা নাকচ করে দিলেও ইতোমধ্যে অনানুষ্ঠানিক আলাপের প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ ক্ষেত্রে বিএনপি কোনো শর্ত দিলে তাতে আপত্তির কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘কন্ডিশনের প্রশ্ন এলে আমি ফোন দেব না। কথা হতে পারে যেকোনো সময়। কিন্তু কোনো কন্ডিশন আমি মানব না।’ গত শুক্রবার হঠাৎ করেই বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলেন কাদের। তিনি সেদিন বলেন, ‘আনুষ্ঠানিক সংলাপ না হলেও বিএনপি মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা তো হতেই পারে।’ তার এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘উনি যদি আমাদের ফোন করেন, আমরাও ফোন করব।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন ওবায়দুল কাদের বলেন, ‘এখানেও তারা শর্ত জুড়ে দিচ্ছে- টেলিফোনে কথা বলবে সেক্রেটারি টু সেক্রেটারি, আমি কল করলে উনি ফিরতি কল করবেন। এটা কি প্রি-কন্ডিশন নয়? এ রকম কনভারসেশনে কি প্রি-কন্ডিশন আরোপ করা ‍উচিত?’

ফোন করলে বিএনপি মহাসচিব নিজের দলেই ‘তোপের মুখে পড়তে পারেন’- এমন সন্দেহও প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাদের বলেন, ‘তিনি আমাকে কোনো দিন ফোন করেননি, আমি জানি তার অসুবিধা আছে। এমনকি অফিসের মধ্যেই একজন আরেকজনকে সরকারের দালাল বলে থাকেন। আমার কাছে ফোন করলে লন্ডনের তোপের মুখে পড়েন কি না, সেটাও একটা বিষয় আছে।’ তিনি বলেন, ‘পার্সোনালি উনি (ফখরুল) সজ্জন মানুষ। তবে এ আলোচনাটা টেলিফোনে হলেও দরকার আছে। এগুলো থেকে আস্তে আস্তে বরফ গলে যেতে পারে।’

জোটের সম্প্রসারণ নিয়ে আলোচনা : আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে। একজনের সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি, এর সঙ্গে রাজনীতি নেই, সেই কথা আমি বলব না। কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে।’

যাদের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের আওয়ামী লীগের জোটে চান কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, ‘আমরা চাইলে তো হবে না, তারাও তো চাইতে হবে। এই চাওয়াটা তো আমাদের ওপর নির্ভর করবে না। তাদের মনোভাব বুঝতে চেয়েছি, কথাবার্তা বলেছি। এটা একেবারে ইনিশিয়াল স্টেজের বিষয়, এখনো ফাইনাল কিছু হয়নি।’ তিনি আরো বলেন, ‘যদি এটা কোনো মেরুকরণের দিকে আগায়, স্ট্র্যাটেজিক কোনো অ্যালায়েন্সের দিকে, সেটা তো আর গোপন থাকবে না। চাঁদ উঠলে আপনারা দেখবেন না?’ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি।’

সিটি করপোরেশন নির্বাচন : আজ সোমবার তিন সিটিতে ‘ভালো নির্বাচন হবে’- এমন আশা প্রকাশ করে কাদের বলেন, ‘কিন্তু বিএনপি যদি না জেতে তারা কখনো ভালো বলবে না। তারা আইন মানে না, আদালত মানে না, সালিশ মানে না, হেরে গেলে নির্বাচন মানে না। মানি না, মানব না- সংস্কৃতি থেকে তাদের বের হয়ে যাওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি জিতি তাহলে ওয়েলকাম, হেরে গেলেও লজ্জা নাই। আমাদের কি ভাটা আসতে পারে না? আমরাই জিতব এ অহংবোধ আমাদের মধ্যে নেই।’ এ সময় তিনি সিটি নির্বাচনে বিএনপির করা গণগ্রেফতারের অভিযোগের বিষয়েও কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘হাইকোর্টের একটি রুল আছে, যেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা না হয়। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads